মানিকগঞ্জে সদর উপজেলার আটিগ্রামে কৃষকের মনোমুগ্ধকর পলো বাইচ অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জঃ সম্প্রতি বন্যার পানি আবাদি জমি থেকে কমে যাওয়ায় কাজের ফাকে গ্রামের কৃষকেরা দলবদ্ধ হয়ে নিয়মিত পলো দিয়ে মাছ শিকার করছে। মাছ শিকারের উদ্যেশ্যে ভোর হতে না হতেই খাল, বিল ও আবাদি নিচু জায়গা গুলোতে কৃষকদের স্বরব উপস্থিতি লক্ষ করা যায়।বাইচে অংশ নিয়ে প্রায় প্রতিদিনই প্রত্যেকেই ঝুড়ি, ব্যাগ ও বাঁশের মাথার সঙ্গে রশি লাগিয়ে হাইলচা তৈরী করে মাছ সংগ্রহ করে নিয়ে যায়।
বাইচে অংশগ্রহণকারী আব্দুর রহমান নামে এক লোক জানান, হঠাৎ করেই অতিমাত্রায় দ্রোত বন্যার পানি বেড়ে যাওয়ায় বিভিন্ন জায়গার পুকুর ও মাছের ঘের তলিয়ে যাওয়ায় তুলনামূলকভাবে মাছের পরিমাণ ছিল লক্ষ্য করার মতো। আর তাই টানা দশ দিন ধরে পলো বাইচ করেও প্রত্যেকেই কাতলমাছ, সরপুঁটি, কার্প জাতীয়- কার্ফু, সিলভার কার্প, শৈল, বোয়াল সহ নানা প্রজাতির মাছ সংগ্রহ করে নিজের পরিবারের চাহিদা মিটিয়ে আত্নীয় স্বজনদের বাড়িতে উপহার পাঠিয়েও নিজের ফ্রীজ ভর্তি করে রাখা হয়েছে।