মানিকগঞ্জে ভুয়া ডাক্তার জয়ন্তের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে হুমকি

জুনিয়র ইনভেষ্টিগেটিভ ক্রসপন্ডেন্ট : ক্রাইম পেট্রোল বিডি নিউজ পোর্টালে “ মানিকগঞ্জে আবারো প্রতারনা শুরু করল ভূয়া ডা: জয়ন্ত “ শীর্ষক খবর প্রচারের পর তেলে বেগুনে জ্বলে উঠেছে জয়ন্ত সরকার। নানা হুমকী দমকী অব্যাহত রেখেছে অভিযুক্ত জয়ন্ত। সে মোবাইল ফোনে সাংবাদিকদের কটুক্তি করে বলেন, যেখানে রাঘব বোয়ালরা আমার টাকা খেয়ে থাকেন, সেখানে নিউজ করে আপনারা আমার কিছুই করতে পারবেন না। জয়ন্ত কুমার সরকার মানিকগঞ্জের বিভিন্ন নেতাদের নাম ভাঙ্গিয়ে ৫/৭ বছর ধরে চিকিৎসার নামে প্রতারনা করে আসলেও, ঔষধ প্রশাষন অধিদপ্তর কিংবা সিভিল সার্জন কার্যালয় রহস্য জনক কারনে কোন শাস্তি মূলক ব্যবস্থা গ্রহন করেননি।

রোগী সাধারনের অভিযোগের প্রেক্ষিতে মানিকগঞ্জ জেলা প্রশাষকের নির্দেশে ভ্রাম্যমান আদালত জয়ন্তকে ৫ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের জেল প্রদান করেন। জেল থেকে বেরিয়ে মানিকগঞ্জ বাসষ্ট্যান্ডে অবস্থিত দোয়েল ক্লিনিক ভবনের চতুর্থ তলায় পূনবায় চিকিৎসা সেবার নামে প্রতারনা করেন।

উল্লেখ্য জয়ন্ত, শিবালয় উপজেলার টেপড়া, হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে, মানিকগঞ্জ বাসষ্ট্যান্ডের জয়রা রোড ঢাকা-আরিচা মহাসড়কের রহমান সুপার মার্কেটের তৃতীয় তলায় এই জালিয়াতি ব্যবসা করে আসছে।

স্থানীয় প্রশাষনের কর্তাব্যক্তি ও সরকার দলীয় নেতাদের নাম ভাঙ্গিয়ে প্রকাশ্যে এই প্রতারনা চালিয়ে আসছে।তার অপ-চিকিৎসার ফলে বহু রোগী সুস্থ্যতার বদলে আরও গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

এমন ভূক্ত ভোগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুললে জয়ন্তের প্রতারনার মুল রহস্য ফাঁস হয়ে যায়। খোঁজ নিয়ে জানা গেছে জয়ন্ত মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে অবস্থিত মাহী ফার্মেসিতে ডাক্তার পরিচয়ে প্রথম রোগী দেখা শুরু করে। কিছু দিনের মধ্যে জয়ন্তের প্রতারনা ধরা পড়লে ফার্মেসির মালিক তাৎক্ষনিক ভাবে বের তাকে করে দেন।

গত ১৭ই আগষ্ট ক্রাইম পেট্রোল বিডিতে জয়ন্তের প্রতারনার লোমহর্ষক বর্ননা প্রকাশিত হওয়ার পর গনমাধ্যম কর্মীরা প্রতিবেদন তৈরী করতে গেলে রোষানলের শিকার হল। জয়ন্ত প্রকাশ্যে তাদের নানা হুমকী দমকী প্রদান করেন।

এ ব্যাপারে মানিকগঞ্জের সিভিল সার্জন বলেন, জয়ন্ত কুমারের প্রতারনার খবর আমার জানা নেই। তবে গনমাধ্যমে দেখেছি, সুনির্দিষ্ট অভিযোগ পেলে তার বিরুদ্ধে শাস্তি মুলক ব্যবস্থা নেয়া হবে।