মানিকগঞ্জে বিনামূল্যে সার-বীজ বিতরন করেন মতিয়া চৌধুরী

শিবালয় প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্ঠে সুর মিলিয়ে সাবেক কৃষি মন্ত্রী ও কৃষি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী বলেছেন, দেশের এক খন্ড জায়গা খালি থাকবে না।

আজ রবিবার দুপুরে মানিকগঞ্জে শিবালয় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী ঘোষিত বন্যা পরবর্তী এ কর্ম সুচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আযম এমপি,স্থানিয় সংসদ সদস্য এ,এম নাইমুর রহমান দুর্জয়,কৃষকলীগ কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমির চন্দ্র,জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাভোকেট আলহাজ্ব গোলাম মহীউদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক আ: রহিম খান সহ স্থানীয় আওয়ামীলীগ, কৃষক লীগ সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্বাস্হ্য বিধি মেনে উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে অতিথিবৃন্দ স্থানীয় কৃষকদের সাথে ৪ ধরনের সার, বীজ ও গাছের চারা বিতরন করেন।

মতিয়া চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচী পুংখানুপুঙ্খ ভাবে পালনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সবসময় পাশে থাকতে হবে।