মানিকগঞ্জে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক মহড়া

মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ আজ মানিকগঞ্জে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক মহড়া হয়েছে,ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক মহড়ায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেছেন, হটাৎ কোথাও আগুন ধরে গেলে ভয় পাবেন না। প্রথমে ফায়ার সার্ভিসকে খবর দিন। তার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছার আগ পর্যন্ত কিভাবে নিজেরা আগুন নেভানোর কাজে যোগ দিবেন তা জেনে নিন। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আয়োজিত মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারৗ পরিচালক মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত সচেতনতা মুলক মহড়া জেলা প্রশাসনের কর্ম-কর্তা কর্মচারীরা সক্রিয় অংশ গ্রহনের মাধ্যমে দ্রæত আগুন নিয়ন্ত্রনের কৌশল রপ্ত করেন।এই আয়োজনের জন্য জেলা প্রশাসক ফায়ার সার্ভিসকে ধন্যবাদ জানিয়ে বলেন, যে কোন দুর্যোগ মোকাবিলায় সকল সরকারৗ কর্মকর্ত-কর্মচারৗকে অগ্রনী ভুমিকা রাখতে হবে।