মানিকগঞ্জে নাইয়া ভ্যাশাল

ইনভেস্টিগেটিভ ক্রসপন্ডেন্ট ( মানিকগঞ্জ ):  বাংলার এই ঐতিহ্যবাহী নৌকা ভ্যাশাল এক সময় বহুল প্রচলন ছিল। নিপুন হাতে ঘন্টার পর ঘন্টা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে একজনে নৌকার হাল ধরে আর ৩ থেকে ৪ জন জেলে জাল ঠেলে মাছ ধরে নৌকায় তোলে। এই মাছ বাজারে বিক্রি করে কষ্টের উপার্জিত অর্থে তারা জীবিকা নির্বাহ করেন।

কি অপুর্ব এই দৃশ্য সকলের মন কেড়ে নেয়। আজ কালের বিবর্তনে ধীরে ধীরে এই ঐতিহ্যবহী নৌকা ভ্যাশাল বিলীন হওয়ার পথে । সচরাচর এখন আর এদের দেখাই মেলা ভার। বর্তমান প্রজন্ম বলতেই পারবেনা কিভাবে এরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে ?