মানিকগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (বিএনপি) মনোনীত প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে

২৫-শে ফেব্রুয়ারী ২০২১-ইং রোজ বৃহস্পতিবার মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।
সন্ধ্যা সোয়া ছয়টা থেকে দিবাগত রাত সাড়ে তিনটা পর্যন্ত নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আজিজ উল্লাহ। এসময় তার সাথে ছিলেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট তমিজ উদ্দিন ও অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক। মোট ৫৫৫ জন ভোটারের মধ্যে ৫২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।বিধি অনুযায়ী ভোট না দেওয়ায়, ৩৩টি ভোট বাতিল হয়।
মোট ১৫ টি পদের মধ্যে সভাপতি ও সাধারন সম্পাদক সহ ১১ টি পদে বিএনপি এবং সহ-সাধারন সম্পাদক সহ ৪ টি পদে আওয়ামীলীগ সমর্থিতরা জয়ী।
সভাপতিঃ মেজবাউল হক মেজবা- বিএনপি =২৮০
সহ-সভাপতিঃ মহিউদ্দিন আহমদ বুলবুল-বিএনপি=২৫৯
সাধারন সম্পাদকঃ আক্তারুজ্জামান লিটন-বিএনপি=২৮৫
সহ-সাধারন সম্পাদকঃ জাহিদ আলী আহমেদ-আঃলীগ=২৭৪
অর্থ সম্পাদকঃ মোঃ আব্দুল আলীম-আঃলীগ=২৭৫
পাঠাগার সম্পাদকঃ আনোয়ার হোসেন মোল্লা-বিএনপি=৩০৪
ক্রীড়া সম্পাদকঃ আব্দুল আলীম খান মনোয়ার-বিএনপি=২৮৮
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদকঃ  মোঃ আলমগীর হোসেন-বিএনপি=২৭৫
অডিটর-১. শফিকুল ইসলাম সানি-বিএনপি=২৮৬
অডিটর-২ . মোঃ ফারুক মোল্লা – বিএনপি=২৮২
কার্যকরী সদস্য-১. মোঃ সাইফুল ইসলাম সবুজ-বিএনপি=৩১৬
কার্যকরী সদস্য-২.  মোঃ রকিবুর রহমান রাকিব-বিএনপি=২৭৩
কার্যকরী সদস্য-৩ . আজিজুল হক অপু-বিএনপি=২৭২
কার্যকরী সদস্য-৪. মোঃ সালাম মোল্লা মাহফুজ-আঃলীগ=২৫৪
কার্যকরী সদস্য-৫ . মোঃ মোশারফ হোসেন-আঃলীগ=২৪২