মানিকগঞ্জের সাটুরিয়ায় বন্যায় ৬ কোটি টাকার ফসলের ক্ষতি

শাহাদুর রহমান, সাটুরিয়া থানা প্রতিনিধিঃ চলতি মৌসুমে সাটুরিয়া উপজেলায় ৪শত ৪০ হেক্টর জমিতে সবজি চাষ করা হয়। জেলা কৃষি সম্প্রসারণ (খামারবাড়ি) অধিদপ্তর থেকে এ তথ্য জানা যায়।
সাটুরিয়া উপজেলা চলমান বন্যার কারণে ৩শত হেক্টর জমির ২০ মেট্রিক টন ফসলের ক্ষতি হয়েছে। এতে চরম দূর্ভোগে পড়েছে অধিকাংশ কৃষক।
উপজেলার ৫ হাজার কৃষকের প্রায় ৬ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের শাহীপাড়া গ্রামের কৃষক মুজাফফর আলী ক্রাইম পেট্রোল বিডিকে জানান, চলমান বন্যায় তার প্রায় ২ লক্ষ টাকার ফসলের ক্ষতি হয়েছে। এক পর্যায়ে কান্না সুরে আরও জানান, সব ফসল নষ্ট হওয়ার কারণে চরম বিপাকে পড়ে গেছেন সে।
উপজেলার জান্না গ্রামের কৃষক মোঃ সোহেল রানা (মহর) জানান, চলমান বন্যার কারণে তার প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার ফসলের ক্ষতি হয়েছে। এতে সে একেবারে নিঃস্ব হয়ে পড়েছে।
উপজেলার আরও অন্যান্য কৃষকদের সাথে কথা বলে জানা যায়, অনেক কৃষক ধার-দেনা করে কৃষিকাজে টাকা ব্যয় করে আসছিল। কিন্তু চলমান বন্যার কারণে ফসলের ক্ষতি হওয়ায় ঋণের বোঝা তাদের মাথায় ভর করে আছে।