মানিকগঞ্জের ঘিওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ কারেন্ট জাল ব্যবসায়ীকে অর্থদণ্ড

জাহাঙ্গীর আলমঃ মানিকগঞ্জের ঘিওর উপজেলায় কারেন্ট জাল ব্যবাসায়ীদের বাড়িতে অভিযান চালিয়ে ৩ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ ও ৫ ব্যবসায়ীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার ও উপজেলা মৎস্য বিভাগ মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পেচারকান্দা, কুশন্ডা এবং সিংজুরি ইউনিয়নের জাল ব্যবসায়ীদের বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করেন।

এ সময় ৩ গ্রামের ৫ কারেন্ট জাল ব্যবসায়ীদের বাড়ি তল্লাশি করে ৩ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জাল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে ২৫ হাজার টাকা অর্থদন্ড আদায় করেন ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার। পরে ৩ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করেন এবং তা পুড়িয়ে ফেলেন।

এসময় ঘিওর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জসিম উদ্দিনসহ ঘিওর থানা পুলিশ অভিযানে সহযোগীতা করেন।