মাদক মামলায় কারাগারে রিয়া

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় গ্রেফতার অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত কারাগারে থাকতে হবে।

এর আগে জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন। অপরাধ প্রমাণ হলে এই অভিনেত্রীর দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) রাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় মাদক মামলায় বান্ধবী রিয়া চক্রবর্তীর জামিন আবেদন করা হয়। ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর বিরোধিতায় আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন। আগামী ১৪ দিন তাকে জেলে থাকতে হবে।

আদালতের এ আদেশকে হাস্যকর বলেছেন রিয়ার আইনজীবীরা।

রিয়ার বিরুদ্ধে দেওয়া চার্জশিটে, প্রয়াত অভিনেতা সুশান্তকে মাদক যোগান দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এ অভিযোগ প্রমাণিত হলে তার ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

এনসিবি কর্মকর্তা অশোক জৈন বলেন, সুনির্দিষ্ট অভিযোগ থাকার কারণেই রিয়াকে আমরা গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে সব প্রমাণ আমাদের হাতেই রয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে সন্তুষ্ট।

এর আগে টানা তিনদিন জেরার পর, মঙ্গলবার দুপুরে রিয়াকে গ্রেফতার করা হয়।

গত ১৪ জুন মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।