মাছে ভাতে বাঙ্গালী মেহেরপুর জেলায় মাছ চাষ করে সফল চাষী শাহিন খাঁ ?

আল-আমীন,মেহেরপুর থেকেঃ মাছে ভাতে বাঙ্গালী প্রবাদটি প্রায় হারিয়ে বসেছে মেহেরপুর জেলা ঘুরে দেখা গেলো ঐ প্রবাদটি সতা সত্য নহে মেহেরপুর সদরের সুবিদপুর খাঁ পাড়া গ্রামের কোরিয়া ফেরত শাইিন মল্লিক মাছ চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছে।তিনি পাইকারী বাজারের মাছের আড়ৎ মালিক। শুরু করেন ২বিঘা জলাশয় নিয়ে ৫ বৎসরের মধ্যে ৪০বিঘা পুকুরের জলাশয় ছাড়িয়ে গেছে।তিনি বর্তমান একজন সুখী মানুষ হিসাবে সমাজ সংসারে পরিচিতি লাভ করেছে।তার আড়ৎ থেকে বাংলাদেশর বিভিন্ন জেলায় প্রতিদিন শত শত মণ মাছ বিক্রয় হয়।তথ্য মতে জেলায় একহাজার পুকুরে পাংগাশ সহ মিশ্র মাছের আবাদ হচ্ছে এতে প্রায় তিন হাজার জন লোক প্রত্যক্ষ পরোক্ষ ভাবে জড়িত আছে বর্তমানে প্রায় ৫হাজার মেট্রিক টন পাংগাশ চাষ হচ্ছে।এই বিষয়ে সফল মাছ চাষী শাহিন খাঁ জানান জেলা মৎস অফিস থেকে কোন ধরনে সহযোগিতা পাওয়া যায় না।বাজারের বিভিন্ন কোং মাছের খাবারে গুনগত মান নির্ণয়ের নমুনা জমা দিলে মাসের পর মাস কোন রির্পোট পাওয়া যায় না। জেলা মৎস কর্মকতা শেখ মেসবাহুল হক জানান চাষীদের অভিযোগ সত্য নয়।