মহেশপুর সীমান্তে সোনার বারসহ ২ পাচারকারী গ্রেফতার

অবৈধভাবে ভারতে পাচারের সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ২টি সোনার বারসহ ২ পাচারকারীকে গ্রেফতার করেছে বিজিবি।

রোববার (১৭ জানুয়ারি) সকালে জেলার মহেশপুর উপজেলার খোশালপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোশালপুর গ্রামের নওশের আলির ছেলে আব্বাস আলি ও চাঁদপুর জেলার মতলব উপজেলার চিংগারচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে টুটুল মিয়া।

বিজিবির ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খোশালপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতে সোনার বার পাচারের সময় ২ জনকে আটক করা হয়েছে। পরে তাদের দেহ তল্লাশি করে ২টি সোনার বার উদ্ধার করা হয়।
যার আনুমানিক বাজার মূল্য ১৬ লাখ ৫৩ হাজার ৮৪০ টাকা।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলা দায়ের করে আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।