মহিষকাটায় ব্রিজ ভেঙে মাদ্রাসা সুপার নিহত

পটুয়াখালীর মির্জাগঞ্জের মহিষকাটায় ঝুঁকিপূর্ণ একটি ব্রিজ ভেঙে অটোরিকশা ও মোটরসাইকেলসহ ১০-১৫ জন পথচারী পানিতে পড়ে যাওয়া ঘটনা ঘটেছে। খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করলেও এক মাদ্রাসা সুপারকে উদ্ধার করা সম্ভব হয়নি। এর কয়েক ঘণ্টা পর আইয়ুব আলী নামে ওই সুপারের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে মহিষকাটা সংলগ্ন শ্রীমন্ত নদীর ওপর থাকা ব্রিজটি ভেঙে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী মির্জাগঞ্জ উপজেলার কলাগাছিয়া আসমতিয়া এনতেজিয়া দাখিল মাদ্রাসার সুপার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি দুমকি উপজেলার পাংগাশিয়া গ্রামে।

বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার ইসলাম।

তিনি জানান, মাদ্রাসার সুপার আইয়ুব আলী তার মাদ্রাসার সভাপতি ঢাকা থেকে আসায় তিনি মহিষকাটা যান। শুক্রবার রাতে সভাপতিকে বহন করা গাড়ি ওই ব্রিজ দিয়ে পার করা যাবে কিনা তা দেখতে ব্রিজের মাঝে যান তিনি। এ সময় হঠাৎ করে ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় একটি অটোরিকশা ও মোটরসাইকেলসহ ১০-১৫ জন পথচারীসহ ব্রিজটি ভেঙে পানিতে পড়ে যায়।