মহাসড়কে দুর্ঘটনায় উদ্ধারে ফায়ার সার্ভিসের মহড়া

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : অগ্নিনির্বাপনের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীদের মহাসড়কে দুর্ঘটনাজনিত উদ্ধার কাজে দক্ষতা বাড়াতে গাজীপুরের মহাসড়কে মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে গাজীপুর সিটি করপোরেশনের নাওজার বাইপাস মোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ওই মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় গাজীপুর ফায়ার সার্ভিসের জয়দেবপুর, শ্রীপুর এবং টঙ্গী স্টেশনের কর্মীরা অংশ নেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আখতারুজ্জামান জানান, দুর্ঘটনাপ্রবণ পয়েন্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজার বাইপাস মোড় এলাকায় বৃহস্পতিবার রাত ১২টা থেকে ওই মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় ফায়ার সার্ভিসের জয়দেবপুর, শ্রীপুর এবং টঙ্গী স্টেশনের ২৫ জন কর্মী অংশ নেন। প্রায় ঘণ্টাব্যাপী মহড়ায় মহাসড়কে দুর্ঘটনার পর দ্রুত কীভাবে ভিকটিম বা ভিকটিমদের উদ্ধার করতে হয়, উদ্ধার কাজে কী কী সরঞ্জাম প্রয়োজন হয় এবং কীভাবে ওই সব সরঞ্জাম ব্যবহার করতে হয়- সে সম্পর্কে হাতে কলমে শেখানো হয়েছে।

তিনি আরো জানান, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই মহড়া শুরু হয়েছে। যা কেন্দ্রীয়ভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রত্যক্ষ করা হয়। প্রতি বৃহস্পতিবার মধ্যরাতে জেলার মহাসড়কগুলোর দুর্ঘটনাপ্রবণ স্থানে এ ধরনের মহড়া অনুষ্ঠিত হবে।