মহাসড়কের শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর নতুন ব্রিজের কাছ থেকে মাটি উত্তোলন

হবিগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর নতুন ব্রিজের কাছ থেকে মাটি উত্তোলন করা হচ্ছে।

গোড়া থেকে মাটি কমে যাওয়ায় ব্রিজটি হুমকির মুখে পড়ছে। এলাকাবাসীর পক্ষ থেকে ব্রিজ রক্ষায় মাটি উত্তোলন বন্ধের দাবি উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, একটি চক্র এ ব্রিজের কাছ থেকে মাটি বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এভাবে চলায় গোড়া থেকে ক্রমশ মাটি সরে ব্রিজটি হুমকির মুখে পড়ছে। যদিও ১৯৯৭ সালে পুরানবাজার খোয়াই ব্রিজটি ভেঙে পড়ার পর এ ব্রিজটি নির্মাণ করা হয়। স্থানীয় লোকজন কর্তৃপক্ষের কাছে এ ব্রিজটি রক্ষার দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে হবিগঞ্জ সড়ক বিভাগের প্রকৌশলী হামিদুল ইসলাম জানান, ব্রিজ রক্ষায় তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন। কেউ ব্রিজের গোড়া থেকে মাটি নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।