মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ফুটবলার সোহেলের হুঁশিয়ারি

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনী এবং তার নামে কটুক্তির প্রতিবাদে সারাবিশ্ব উত্তাল। বাংলাদেশেও চলছে প্রতিবাদী বিক্ষোভ-সমাবেশ। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক শহীদুল আলম সোহেল এই ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন। একইসঙ্গে হুঁশিয়ারিও জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তিনি এই প্রতিবাদ জানান।

স্ট্যাটাসটি হুবহু তুলে দেয়া হলো।

‘আল্লাহর কসম! রাসুলের প্রতি আমাদের এই আবেগ-ভালোবাসা বৃথা যাবে না। এসবের উপযুক্ত প্রতিদান আমরা আল্লাহর কাছে পাবো। রাসুলের প্রতি হৃদয়ের এই আবেগ-ভালোবাসা আমাদের ঈমানের প্রমাণ, আলহামদুলিল্লাহ্।

মুসলিম নামধারী মুনাফিকদের অবস্থা খেয়াল করুন- রাসুলের অপমানচেষ্টায় ওদের কোনো অনুভূতিই হচ্ছে না! অথচ ওদের বাবা-মাকে নিয়ে কেউ একটা গালি দিলে সাথে সাথে তেলে-বেগুনে জ্বলে ওঠে। ওদের কাছে রাসুলের মর্যাদার বিশেষ কোনো গুরুত্ব নেই। কারণ তারা রাসুলকে ভালোবাসে না।

অথচ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের কেউ (ততক্ষণ পর্যন্ত) মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার নিকট তার পিতা, তার সন্তান এবং সকল মানুষ অপেক্ষা প্রিয় হয়েছি।” [বুখারি, আস-সহিহ: ১৫; মুসলিম, আস-সহিহ: ১৭৮]

আল্লাহর রাসুলের মর্যাদার সামনে সমস্ত মুসলিমের রক্তও তুচ্ছ। আমাদের জীবন উৎসর্গীত হোক প্রিয় নবিজির মর্যাদা রক্ষায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

এর আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।