মসজিদে বিস্ফোরণের প্রকৃত কারণ খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিয়ম বহির্ভূতভাবে মসজিদটি নির্মাণ করা হয়েছে কিনা তাও তদন্ত করা হচ্ছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদে নবম অধিবেশনের শুরুতেই শোক প্রস্তাবের আলোচনায় তিনি এ কথা বলেন। এ সময়, এক-এগারোর কুশীলব ও বিএনপির মদদেই বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটেছিলো বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যে সেখানে বিস্ফোরক তদন্ত দল গেছে, তদন্ত হচ্ছে। কেন এ ধরনের ঘটনা ঘটেছে তার তদন্ত হবে। মৃতদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

করোনা পরিস্থিতির মধ্যেও সাংবিধানিক বাধ্যবাধকতায় শুরু হলো একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন। স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন ৮০ জন সংসদ সদস্যের উপস্থিতির নিয়মে রোববার বেলা ১১টায় স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় অধিবেশনের সংসদীয় কার্যক্রম।

প্রথম দিনের আলোচনায় রীতি অনুযায়ী প্রয়াত সংসদ সদস্যদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপিত হয়। এ সময়, ঢাকা-১২ আসনের প্রয়াত এমপি অ্যাডভোকেট সাহারা খাতুন, নওগাঁ-৬ আসনের ইসরাফিল আলম এবং ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর স্মরণে শোক প্রস্তাবের আলোচনা করা হয়।

এই আলোচনায় প্রসঙ্গক্রমে উঠে আসে নারায়ণগঞ্জে মসজিদ ট্র্যাজেডির বিষয়টি। প্রধানমন্ত্রী বলেন, এই ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে।

প্রয়াত নেত্রী সাহারা খাতুনের সাহসী ভূমিকার স্মৃতিচারণ প্রসঙ্গে সংসদ নেতার বক্তব্যে শেখ হাসিনা বলেন, ক্ষমতায় আসতে যারা ব্যর্থ ছিলো, তারাই ঘটিয়েছে বিডিআর বিদ্রোহ।

দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধাদের একে একে চলে যাওয়াকে বড় শূণ্যতা হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।