‘মসজিদে আগুনের ঘটনায় কেউ দায় এড়াতে পারে না’

নারায়ণগঞ্জ মসজিদে আগুনের ঘটনায় রাজউক, ডিপিডিসি, তিতাস, মসজিদ কমিটি- এদের কেউ দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন আদালত। বুধবার (০৯ সেপ্টেম্বর) এ মন্তব্য করেন আদালত।

উল্লেখ্য, ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজের সময় নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে অগ্নিকাণ্ড হয়। তিতাসের গ্যাস লাইনের লিকেজ থেকেই বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ৪০ জন মুসল্লি দগ্ধ হন। দগ্ধদের মধ্যে ৩৭ জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে। শারীরিক অবস্থা কিছুটা ভালো হওয়ায় সোমবার বিকেলে একজন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।