মরগান-হেলসের সিদ্ধান্তে হতাশ ইসিবি

ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ডের সীমিত পরিসরের অধিনায়ক এউইন মরগান নিরাপত্তাহীনতার অজুহাতে বাংলাদেশ সফরে না আসার সিদ্ধান্ত নিয়েছেন। মরগানের পাশাপাশি সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ওপেনার অ্যালেক্স হেলস। ডানহাতি এ ওপেনার একই কারণ বাংলাদেশে সফরে আসছেন না। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) দুই সিনিয়ার ক্রিকেটারের সিদ্ধান্তে হতাশ। ইসিবির পরিচালক ও প্রাক্তন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস বলেছেন,‘আমরা মরগান ও অ্যালেক্সের সিদ্ধান্তকে সম্মান করছি। কিন্তু আমরা সত্যিই তাদের সিদ্ধান্তে হতাশ। তারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে এ সিরিজ থেকে সরে দাড়িয়েছেন। আমরা প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে নিরাপত্তা নিয়ে খোলাখুলি আলোচনা করেছি। এ মুহূর্তে সিরিজ থেকে কেউ সরে দাড়াতে পারে সেটা অনুমান করতে পারিনি। আগামী শুক্রবার দল স্কোয়াড নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’ ‘ইংল্যান্ড ক্রিকেট দলের বিদেশে সফর মানেই কঠোর নিরাপত্তা। আমরা কেটারদের নিরাপত্তা নিয়ে কখনোই ছাড় দেই না। আমরা বাংলাদেশের পরিস্থিতি এখনও মনিটর করছি। বাংলাদেশে থাকাকালিন পাঁচ সপ্তাহও আমরা কাছ থেকে নিরাপত্তা পরিস্থিতি মনিটর করব।’-বলেছেন স্ট্রাউস। প্রাক্তন অধিনায়কের বিশ্বাস বাংলাদেশ সফর শতভাগ নিরাপদ। ইংল্যান্ড ক্রিকেট দলের নিরাপত্তা প্রতিনিধি প্রধান রেগ ডিকাসন যেই নিরাপত্তা পরিকল্পনা পেয়েছেন তাতে শতভাগ সন্তুষ্ট ইসিবি।