মরগান-হেলসের সমালোচনায় ভন-নাসির

ক্রীড়া ডেস্ক : নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ সফরে না আসার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলের সীমিত পরিসরের অধিনায়ক এউইন মরগান ও ওপেনার ব্যাটসম্যান অ্যালেক্স হেলস।

কিন্তু তাদের সিদ্ধান্ত মানতে পারছেন না ইংল্যান্ড ক্রিকেট দলের দুই প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন ও নাসির হুসেন। এজন্য তারা মরগান-হেলসের কড়া সমালোচনা করেছেন।

মরগানের সিদ্ধান্তকে ‘বড় ভুল’ হিসেবে দেখছেন ভন। অন্যদিকে হেলসকে নিয়ে ভন বলেছেন, ‘সে তার টেস্ট ক্যারিয়ারকে গুড বাই বলে দিয়েছে।’

ইউকে টেলিগ্রাফে মাইকেল ভন তার কলামে লিখেছেন, ‘একজন শক্তিশালী নেতার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সে এমন কিছু তার সীতর্থকে করতে বলবে না যেটা সে নিজে না করে। এ কারণে মরগান ‘বড় ভুল’ করে ফেলেছে। খেলোয়াড়রা তাকে গণমাধ্যমের সামনে সঙ্গ দিবে কিন্তু বাইরে ঠিকই তার সমালোচনা হবে।’
ভন আরো বলেন, একজন অধিনায়ক খেলোয়াড়দের মাঝে এসে বলবে, ‘খুব কঠিন সময় আমাদের সামনে আসছে। আমরা এক হয়ে থাকলে একসঙ্গে ভালোমত পথ শেষ করতে পারব।’ আপনি খেলোয়াড়দের শক্ত হতে বললেন। কিন্ত সে কিছুই করল না। বুঝতে পারছি না ভবিষ্যতে সে তার সতীর্থদের চোখে চোখ রেখে কিভাবে কথা বলবে!’

আরেক অধিনায়ক নাসির হুসেন ভনের সঙ্গে একমত। ডেইলি মেইলে নাসির হুসেন নিজ কলামে লিখেছেন, ‘ভবিষ্যতে যখন মরগান সতীর্থদের কোনো কিছু করতে বলবে তখন তার সতীর্থরা বলবে, ‘একটু দাঁড়াও, তুমি আমাদের একা বাংলাদেশে পাঠিয়ে নিজে নিরাপদ আশ্রয়ে ছিলে! তুমি আমাদের সঙ্গে ছিলে না। আমরা সেখানে ট্যাংক ও স্নাইপার্স দিয়ে ঘিরে ছিলাম। হোটেলে ছিল কঠোর নিরাপত্তা।’

দুই প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন মরগান ও হেলস যেই সিদ্ধান্ত নিয়েছে তা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কর্মকর্তাদের প্রতি অসম্মান দেখানো হয়েছে। ভন সরিসরি লিখেছেন, ‘আমার মূল সমস্যা হচ্ছে এউইন সরাসির বলছে, ‘আমার বিশেষজ্ঞের ওপর বিশ্বাস নেই। তাদের কাজে বিশ্বাসী নই।’ এ সিদ্ধান্তের কারণে রেগ ডিকাসন এবং ইসিবির কর্মকর্তাদের খাঁটো করা হয়েছে।’
নাসির হুসেন ও মাইকেল ভনের সমর্থন না পেলেও আরেক প্রাক্তন অধিনায়ক স্যার ইয়ান বোথামকে পাশে পাচ্ছেন মরগান। ইসিবির পরিচালক ও প্রাক্তন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসকে উদ্দেশ্য করে বোথাম মিররে লিখেছেন, ‘আপনি যখন খেলোয়াড়কে তার ব্যক্তিগত পছন্দ ও সিদ্ধান্ত জানাতে বলবেন তখন অবশ্যই সেই সিদ্ধান্তকে গুরুত্ব ও সম্মান দেওয়া উচিত। সিদ্ধান্ত পাবার পর কোনো প্রতিক্রিয়া ও প্রতিহিংসা দেখানো উচিত না।’

আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের। দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে দুই দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরই মধ্যে সিরিজের জন্য ২০ সদস্যের পুল ঘোষণা করেছে। ঈদের পর ১৮ সেপ্টেম্বর চূড়ান্ত স্কোয়াড দিবে বোর্ড। আগামী শুক্রবার বাংলাদেশ সফরের স্কোয়াড দেওয়ার কথা রয়েছে ইসিবির।