মন্দারমণি সমুদ্র সৈকতে বিশাল তিমি!

তিমি

মন্দারমণি সমুদ্র সৈকতে পড়ে আছে বিশাল এক মৃত তিমি। পশ্চিমবঙ্গের দিঘার কাছে মন্দারমণি সমুদ্র সৈকতে ৩৫ ফুট দীর্ঘ ওই দৈত্যাকার তিমিটি দেখতে লকডাউন উপেক্ষা করে বহু মানুষ ভিড় জমিয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে ১৫০ কিলোমিটার দূরে ওই সমুদ্র সৈকতে ঢেউয়ের সঙ্গে ভেসে এসেছে তিমিটি।

বিরাট এই প্রাণীটির মাথায় ও লেজে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। কীভাবে মৃত্যু হয়েছে তিমিটির, তা এখন পর্যন্ত জানা যায়নি।

স্থানীয়দের মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে মন্দারমণির সৈকতে ওই বিশাল তিমিটির ভেসে আসার কথা। খবর পেয়ে পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। বন ও বন্যজীবন এবং মৎস্য বিভাগের কর্মকর্তারাও আসেন সেখানে।

মন্দারমণি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি সমুদ্রতীরবর্তী পর্যটন কেন্দ্র। পূর্ব মেদিনীপুর জেলার এই অঞ্চলটি বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত। বড়ো শহর বলতে এটি কলকাতা ও হাওড়ার সঙ্গে জাতীয় সড়কের মাধ্যমে যুক্ত। ভূতাত্ত্বিক দিক দিয়ে দেখতে গেলে, নিকটবর্তী পর্যটনকেন্দ্র দীঘার থেকে এখানে ঢেউয়ের আকার বেশ ছোট। তবে অনেক জায়গায়, মূলত দাদনপত্রবরে অনেক বালিয়াড়ি দেখতে পাওয়া যায়। সমুদ্রতীরবর্তী বালিয়াড়িতে প্রচুর লাল কাকড়া দেখতে পাওয়া য়ায়।