মন্ত্রীদের বাগাড়ম্বর বক্তব্যের পরও চালের মূল্য কমেনিঃ রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক : চালের দাম না কমায় ক্ষোভ প্রকাশ করে রিজভী বলেন, ‘মন্ত্রীদের বাগাড়ম্বর বক্তব্যের পরও চালের মূল্য কমেনি। পাইকারি বাজারে দু এক টাকা কমলেও খুচরা বাজারে চালের দাম এখনো কমেনি। ফলে ভোক্তা পর্যায়ে চালের দাম সহনীয় পর্যায়ে নামছে না।’

মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দলটির নেতা রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘কাচাঁবাজারে সকল পণ্যের মূল্যবৃদ্ধিতে বাজারে আগুন জ্বলছে। চাল, ডাল, লবণ, তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে দুর্বিষহ হয়ে উঠেছে মানুষের জীবন। এরই মধ্যে কয়েক দফা গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে। আবারও বিদ্যুতের মূল্য বৃদ্ধির উদ্যোগ বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে আছে। ফলে মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জীবন হয়ে উঠেছে মানবেতর।’

‘মিথ্যা মামলায়’ বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করে মামলা প্রত্যাহারের দাবি জানান রিজভী।