মজাদার মাটন রোগান জোশে তৈরির রেসিপিটি

মাটন রোগান জোশে অনেকের কাছে প্রিয়। যেকোনো একদিন রান্না করে ফেলুন এই পছন্দের পদটি। সবার প্রশংসা তো পাবেনই সঙ্গে আবদার থাকবে আবারো রান্না করার।

মাটন রোগান জোশের রেসিপিটি জেনে নিন-

উপকরণ:
খাসির মাংস এক কেজি, পেঁয়াজ কুঁচি হাফ কাপ, দই এক কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, বাদাম বাটা এক চা চামচ, কাশ্মিরি লাল মরিচের গুঁড়া আধা চা চামচ, গরম মসলা গুঁড়া এক চা চামচ, ধনিয়া গুঁড়া ২ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া এক চা চামচ, গোলমরিচের গুঁড়া এক চা চামচ, লবঙ্গ ৪টি, এলাচ ৪ থেকে ৫ টি, দারুচিনি তিন টুকরা, লবণ স্বাদ মতো, ঘি দুই টেবিল চামচ, তেল আধা কাপ।

প্রণালী:
হাড়িতে খাসির মাংসের সঙ্গে পেঁয়াজ ছাড়া সব মসলা মিশিয়ে মেরিনেট করে রাখুন এক ঘণ্টা। এরপর চুলায় কম আঁচে চড়িয়ে দিন এক ঘণ্টার জন্য। এতে বেশি ঝোল থাকবে না মাখা মাখা হবে আর মাংস সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন।

এবার একটা লোহার কড়াইতে ঘি দিয়ে তাতে পেঁয়াজ কুঁচি দিন। অল্প লাল করে ভাজুন। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে এবার রান্না করা খাসির মাংসটা দিয়ে দিন। অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে নামিয়ে ফেলুন। ব্যাস, তৈরি মজাদার মাটন রোগান জোশ।