মজনু ঘরজামাই

বিনোদন ডেস্ক : মজনু ঘরজামাই। সিদ্দিক নামের একজনের সঙ্গে মিলে সে বিভিন্ন কুকর্ম করে বেড়ায়। একবার সিদ্দিককে অসহায় সন্তানসম্ভবা বউ সাজিয়ে গ্রামে গ্রামে ঘুরে মানুষের কাছ থেকে টাকা আদায় করে সে।

ঠিক ওই সময় ফারুক নামের একলোক তার সত্যিকারের গর্ভবতী স্ত্রীকে নিয়ে যাচ্ছিল। কাকতালীয়ভাবে সিদ্দিক ও ফারুকের স্ত্রীর পরনে ছিল একই রকম শাড়ি। ঘটনাক্রমে ফারুক ও মজনুর কাছে দুই স্ত্রী বদল হয়ে যায়। এরপর শুরু হয় নানা রকম হাস্যকর ঘটনা।

এমন গল্প নিয়ে সম্প্রতি নির্মিত হয়েছে ঈদের নাটক হাত বদল। আদিবাসী মিজানের রচনা ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-মোশাররফ করিম, নাদিয়া, সিদ্দিক, ফারুক আহমেদসহ অনেকে।

ঈদুল আযহার দ্বিতীয় দিন সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে বলে জানান নির্মাতা মিজান।