ভ্রু ঘন করার উপায়

চোখের ভ্রু মুখের সৌন্দর্যের আসল রহস্য। ভ্রু যত সুন্দর হবে মুখের কাঠামো তত সুন্দর দেখাবে। ভ্রু ঘন থাকলে অনেক সুন্দর দেখায় কিন্তু পাতলা হলে সুন্দর লাগে না। অনেকেরই পাতলা ভ্রু জন্মায়। এটা দেখতে খুব খারাপ দেখায়।

তাহলে উপায় কী

চলুন তবে জেনে নেয়া যাক-

.ভ্রু থেকে যে কোনো রকমের ময়লা ও ব্যবহৃত প্রসাধনী দূর করতে আলতোভাবে
তা এক্সফলিয়েট করে নিন।

.এটা ভ্রু’র পরিচ্ছন্নতা বজায় রাখে এবং বৃদ্ধি দ্রুত করে। প্রাকৃতিক স্ক্রাব ব্যবহার করা উপকারী।

.এক চা চামচ জলপাইয়ের তেলের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস ও এক চা-চামচ গুঁড়া চিনি মিশিয়ে স্ক্রাব তৈরি করে ব্যবহার করুন।

.এরপর পরিষ্কার পানি দিয়ে তা ধুয়ে নিন।

.ভ্রু সব সময় আঁচড়ে রাখুন। ভ্রু আঁচড়ানো এর বৃদ্ধিতে সহায়তা করে ও স্বাস্থ্য ভালো রাখে।

.ভ্রু’তে ক্যাস্টর অয়েল মালিশ করুন। এটা ভ্রু’র বৃদ্ধিতে ও তা মসৃণ রাখতে সহায়তা করে। ক্যাস্টর অয়েল নতুন ভ্রু গজাতে, উজ্জ্বল ও মসৃণ রাখতে সহায়তা করে।

.ভ্রু সাজাতে মেকআপ ব্যবহার না করে ভ্রুয়ের উপকারী সিরাম ব্যবহার করা ভালো। এর সঙ্গে ভ্রুয়ের চিরুনি দেয়া থাকে। যা ভ্রু সাজাতে সহজ হয়। সিরামে ভ্রু ঘন করার উপাদান ব্যবহার করা হয়ে থাকে। যা ভ্রুকে সুস্থ ও সুন্দর রাখতেও সহায়তা করে।