ভোলায় জ্বর-শ্বাসকষ্টে বৃদ্ধের মৃত্যু, গ্রাম লকডাউন

জেলা প্রতিবেদকঃ ভোলার লালমোহন উপজেলায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি গ্রাম ও আবাসন কেন্দ্রের বাসিন্দাদের লকডাউন করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) দিনগত রাতে ওই দুটি এলাকা ১৪ দিনের জন্য লকডাউন করা হয়।
এ নিয়ে একদিনে ভোলা সদরে ২ বাড়ি, চরফ্যাশনে ১৩টি বাড়ি ও লালমোহনে একটি গ্রাম এবং আবাসনের ৫০টি পরিবারকে লকডাউন করা হলো।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসান রুমি জানান, চিকিৎসকগণ সন্দেহ করছেন মৃত ব্যক্তি করোনা পজিটিভ ছিল। তাই ওই ব্যক্তি যেসব পয়েন্ট বিচরণ করেছেন সেসব এলাকা লকডাউন করা হলো। এছাড়াও রাতে উপজেলার কালমা ইউনিয়নে আরো একটি বাড়ি লকডাউন করা হয়।