ভোলায় আগুনে পুরে ২০দোকান ছাই, ব্যবসায়ীরা হতাশ

মোঃ আলাউদ্দিন ঘরামীঃ ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের জংশন বাজারে তৃতীয় বারের মত আগুণ লেগে প্রায় ২০টি মত দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।বুধবার সন্ধ্যা আনুমানিক ৭ টায় এই আগুনের ঘটনা ঘটে।ভোলার ফায়ারসার্ভিস ১ঘন্টার মত চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণ করেন।

এদিকে আগুণে নৌ পুলিশের থানার একাংশ পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে নৌ ওসি সুজন পাল।ব্যবসায়ী কালিমুল্লাহ্ জানান হঠাৎ আগুণ লেগেছে কিন্তু কি ভাবে কার দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে, এটা বলতে পারবো না।

তবে ব্যবসায়ী ইসমাইল কবিরাজ তছির বেপারী ডাক্তার বাশার কালু সোহাগ কোম্পানি আক্তার জাহাঙ্গীর খলিফা মোক্তার রিপন আমির এর ক্ষতিগ্রস্ত সব চেয়ে বেশি বলে জানা গেছে।
এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গেছেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান
ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন ডিবি পুলিশের ওসি শহিদুল ইসলাম।

ভোলা ফায়ারসার্ভিস এর উপ পরিচালক জাকির হোসেন বলেন আমরা ৫টি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করেছি।ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা ওসি এনায়েত হোসেন বলেন প্রায় ২০টির মত দোকান পুড়ে গেছে তবে কি ভাবে এর সূত্রপাত ঘটেছে এখনো জানা যায়নি।