ভোলার তজুমদ্দিনে সড়ক অবরোধ করে বিক্ষোভ

ভোলার তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের গাড়িতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে স্থানীয় আওয়ামী লীগ। এতে তজুমদ্দিন উপজেলা সদরের সব ধরনের যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ রয়েছে।

সোমবার (০১ মার্চ) সকাল থেকে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আহ্বানে এক কর্মসূচি পালিত হয়।

তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান জানান, রোববার বিকেলে শম্ভুপুর ইউনিয়নের বেপারী কান্দিতে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই গ্রুপের মধ্যে সহিংসতায় কয়েকজন আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে রাত সাড়ে ১১টায় ফজলু দেওয়ান তাদের দেখতে যান। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসতিয়াক হাসানের সমর্থকরা ফজলু দেয়ানের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় গাড়িচালককেও মারধর করা হয়।

এর প্রতিবাদে সোমবার সকাল থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা সদর, শম্ভুপুর খাসেরহাট, ছোট ডাওরীসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করে এবং রাস্তায় গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার দাবি জানিয়ে স্লোগান দেন।