বিণা খরচে ১ লাখ গৃহকর্মি নিয়োগের প্রতিস্রুতি আব্দুল হাদির

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ স্যাডো বাংলাদেশ ফাউন্ডেশনের আমন্ত্রনে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গত কাল বৃহষ্পতিবার দুপুরে সৌদি আরবের ‘ফেলকন গ্রুপ’-র ভাইস চেয়ারম্যান ওয়ালিদ আব্দুল হাদি এবং গ্রুপ ডিরেক্টর ওসামা তালাত ফাহামি ভূরুঙ্গামারীতে শুভেচ্ছা সফর করেন। এ সময়ে তাদের সঙ্গে ছিলেন স্যাডো চেয়ারম্যান সৈয়দ জাহিদ হোসেন, উপ পরিচালক ব্যুরো অব ম্যান পাওয়ার সাজ্জাদ হোসেন। কর্মকর্তারা দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহারুল ইসলামের কক্ষে উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, এসি ল্যান্ড মামুন ভুয়া, পি আই ও রবিউল ইষলাম,ওসি জিয়া লতিফুল ইসলাম প্রমুখ কর্মকর্তাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষতে মিলিত হন। দো-ভাষীর মাধ্যমে জানা যায়, সৌদি‘ফেলকন গ্রুপ’-কুড়িগ্রাম জেলাকে দারিদ্র মুক্ত করতে জেলার ১০উপজেলা থেকে বিণা খরচে ১লক্ষ গৃহকমীর্ নিয়োগ দেবে । ভূরুঙ্গামারী থেকে এ কার্য্যক্রম শুরু হবে। তবে প্রথম পর্যায়ে শুধু মাত্র মহিলারাই এ সুযোগ পাচ্ছেন। ছয- সাত মাস পর থেকে পুরুষ কর্মীও নেয়া হবে। ফেলকন গ্রুপের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানিয় কর্মকর্তারা তাঁদের মাধ্যমে সৌদি বাদশাকে অভিনন্দন জানান।