ভূরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা ও পূনর্বাসন কার্যক্রম শেষ

মোক্তার হোসেন সরকার, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) থেকেঃ ভূরুঙ্গামারীতে চলতি অর্থবছরে কৃষি প্রণোদনা ও পূনর্বাসন কার্যক্রম শেষ হয়েছে। উপজেলা কুষি অফিস সূত্রে জানাগেছে যে, এবারে মোট ২২ হাজার হেক্টর জমিতে বোরো, গম, সরিষা, ভুট্টা ও বিভিন্ন প্রকার ডাল এবং সবজি চাষ করা হয়েছে। তন্মধ্যে বাজারে প্রচুর শাক-সবজি আমদানি হচ্ছে এবং বিক্রি করে কৃষক লাভবান হচ্ছেন।
অপর দিকে ১৪ হাজার ৫শ’ ৮৫ হেক্টর জমিতে বোরো ধান লাগাতে কৃষকরা জমি চাষে ব্যস্ত রয়েছেন।

কৃষি প্রণোদনা ও পূনর্বাসনের জন্য ৫৯ লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন ফসল উৎপাদনের জন্য ১ হাজার ৭শ’ জনকে প্রণোদনা এবং ৬ হাজার ৫শ’ ৮০ মোট ৮ হাজার ২শ’ ৮০ জন পূনর্বাসনকৃত কৃষককে বিভিন্ন ফসল উৎপাদনের জন্য সার ও বীজ প্রদান করা হয়েছে।

এই পরিমাণ কৃষি সহায়তা যথেষ্ঠ কিনা তা জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার মোঃ আশাদুজ্জামান সরাসরি কোন মন্তব্য না করে বলেন যে, গত বারের চেয়ে এবারের প্রণোদনা ও পূনর্বাসনের সংখ্যা অনেক বেশী।