ভূরুঙ্গামারীতে ইউপি নির্বাচনী মনোনয়ন পত্র জমা

মোক্তার হোসেন সরকার ঃ ভূরুঙ্গামারীতে গত কাল বৃহষ্পতিবার উৎসব মুখর পরিবেশে ৩ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ২০ জন, সংরক্ষিত মহিলা আসনে ৩৯ জন এবং সাধারন সদস্য পদে ১০৮ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
ইউনিয়নগুলো হলো ভূরুঙ্গামারী, পাথরডুবী এবং শিলখুড়ী। সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা হলেন আলহাজ্ব ইসলামুল হক (আঃলীগ), এ কে এম মাহমুদুর রহমান রোজেন (জাপা) মামুনুর রহমান মামুন (বিএনপি), ইসলামী আন্দোলনের শাহজাহান আলী ও জুলহাস উদ্দিন (২জন) এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ জালাজ উদ্দিন মন্ডল, আলহাজ্ব তারিফুল ইসলাম বুলু শিকদার, মোঃ মিজানুর রহমান, আমিনুল ইসলাম। সদর ইউনিয়নে সংরক্ষিত মহিলা আসনে ১৬ জন এবং সাধারন সদস্য পদে প্রার্থী সংখ্যা ৩৮ জন মনোনয়ন পত্র জমা দেন । শিলখূড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে হারুনর রশিদ মুকুল (আঃ লীগ), ইসমাইল হোসেন (বিএনপি), গাজীউর রহমান (জাপা) এবং মোঃ আবুল হোসেন ও আম্বাস মেম্বার মনোনয়ন পত্র জমা দেন। সংরক্ষিত মহিলা আসনে ১৩ জন এবং সাধারন সদস্য পদে প্রার্থী সংখ্যা ৩৭ জন মনোনয়ন পত্র জমা দেন । পাথরডুবী ইউনিয়নে চেয়ারম্যান পদে মোঃ আব্দুল করিম (আঃ লীগ), শাহাদৎ হোসেন ভোলা (বিএনপি),রোকনুজ্জামান রোকন (জাপা এবং ইসলামীক আন্দোলনের হারুনর রশিদ, ),স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির মিঠু মনোনয়ন পত্র জমা দেন । সংরক্ষিত মহিলা আসনে ১০ জন এবং সাধারন সদস্য পদে প্রার্থী সংখ্যা ৩৩ জন মনোনয়ন পত্র জমা দেন। উল্লেখ্য সাবেক ছিট মহলবাসীরা ভোটার তালিকা ভূক্ত না হওয়ার কারনে পূর্ব ঘোষিত নির্বাচনি তফশীল বাতিল হওয়ায় আগামী ৩১ অক্টোবর ইউনিয়ন গুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিপূর্বে উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।