ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমবঙ্গ

ভূমিকম্প

পশ্চিমবঙ্গে বুধবার (২৬ আগস্ট) সকাল ৭টা ৫৪ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিকটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১। ন্যাশানাল সেন্টার অফ সিসমোলজি (NCS) এ ভূমিকম্পের কথা জানিয়েছে।

এদিকে দুর্গাপূর ছাড়া নদীয়া, বীরভূম, পূর্ব বর্ধমানে কম্পন অনুভূত হয়েছে। দিন চারেক আগেও একবার এ এলাকাতেই ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই সময়েও নদীয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুরেও এ কম্পন টের পাওয়া গিয়েছিল। এ ভূমিকম্পটির উৎসস্থল ছিল আন্দামানের কাছাকাছি।