ভুয়া সার্টিফিকেটসহ ২ জন প্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : বিপুল পরিমাণ ভুয়া মার্কশিট, সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র এবং এগুলো তৈরির সারঞ্জামাদি উদ্ধার করেছে র‌্যাব-৩।

এ সময় সাফিন আরাফাত তুহিন ও মো. সেলিম নামের দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার র‌্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

র‌্যাব-৩ জানায়, গোপন সংবাদে বৃহস্পতিবার গাজীপুর সদর থানার বোর্ড বাজারের একটি বাসা থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মনিটর, একটি প্রিন্টার, ৪৫টি সিল, স্কুল, কলেজ, মাদ্রাসা, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৩৫টি ভুয়া মার্কশিট-সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্সের ভুয়া ১৫টি সার্টিফিকেট, ভুয়া গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট ৩৪টি, ভুয়া জাতীয় পরিচয়পত্র ৫টি এবং কম্পিউটারে রক্ষিত বিভিন্ন প্রতিষ্ঠানের সার্টিফিকেটের নমুনা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত দুইজন ভুয়া মার্কশিট ও সার্টিফিকেট সরবরাহের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিত। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।