ভুরুঙ্গামারীতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে প্রথম বারের মতো জাতীয় দিবস হিসেবে যথাযোগ্য মর্যদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা স্বাগত বক্তব্য রাখেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ মুহাঃ আতিয়ার রহমান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, উপজেলা আওয়ামীলীগের সহঃ সভাপতি সাবেক অধ্যক্ষ মুকুল চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আলমগীর মন্ডল।
পরে উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শেষে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরন করা হয়।