ভিক্টরি ল্যাপ দিয়েছিল

মিরপুর : ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানকে হারানোর পর অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বিজয় উল্লাস করেছিল বাংলাদেশ। ভিক্টরি ল্যাপ দিয়েছিল। ওখানে থাকা বাংলাদেশিদের নিয়ে আনন্দ, উচ্ছ্বাস করেছিল টাইগাররা।

সেই বিজয় উল্লাস দেখে কমেন্ট্রি বক্সে থাকা পাকিস্তানের রমিজ রাজা বলেছিলেন,‘আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশ যেভাবে বিজয় উল্লাস করছে তাতে মনে হচ্ছে বাংলাদেশ বিশ্বকাপ জিতেছে!’ সেদিন ক্যানবেরায় বাংলাদেশ দলের বিজয় উল্লাস ছিল শুধুমাত্র বাংলাদেশি সমর্থক, ক্রিকেটপ্রেমিদের সম্মান জানানোর জন্য। সেই বিজয় উল্লাস আফগানিস্তানকে হারানোর জন্য ছিল না।

বুধবার মিরপুর শের-ই-বাংলায় বাংলাদেশকে হারিয়ে আফগানিস্তান কোনো বিজয় উল্লাস করেননি। তাদের দলের কোনো ক্রিকেটার দৌড়ে মাঠে ঢুকেনি! স্মারক হিসেবে কোনো স্ট্যাম্পও নিয়েছে বলে মনে হয় না, হতেও পারে। কিন্তু কেন কোনো উল্লাস নেই। আইসিসির পূর্ণ সদস্য একটি দেশকে তাদের মাটিতে হারানো নিশ্চয়ই বড় প্রাপ্তি, অর্জন।

কিন্তু কোনো উল্লাস নেই কেনো? ম্যাচ জয়ের নায়ক উল্লাস নেই কেন সেই কারণ জানাতে পারেননি। তবে বলেছেন,‘আমরা সিরিজ জয়ের পর ঠিকই উদযাপন করব। সিরিজটি জিততে আমরা আমাদের সেরা চেষ্টা করব।’

বল ও ব্যাট হাতে অবদান রেখে মোহাম্মদ নবী আফগানিস্তানকে ম্যাচ জিতিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের প্রথম জয়েও নেতৃত্বে ছিলেন নবী। ধারাবাহিকভাবে আফগানিস্তান ভালো করছে। মোহাম্মদ নবী এক প্রশ্নের জবাবে বলেন,‘আইসিসির পূর্ণ সদস্যের একটি দলের বিপক্ষে জয় পাওয়া বড় কিছু। এর অর্থ আমরা দিনে দিনে উন্নতি করছি। আফগানিস্তানের ক্রিকেটের মান ভালোর দিকে। আমরা তরুণ ও দূরন্ত কিছু ক্রিকেটার পেয়েছি। আফগানিস্তানের সকলেই আমাদের এ জয় দেখে খুশি হবে।’

জয় পাওয়া ম্যাচ নিয়ে প্রাক্তন অধিনায়ক বলেন, ‘আজকের উইকেটে ব্যাটিং করা সহজ ছিল না। আমরা ভালো একটি জুটি গড়েছিলাম। কিন্তু পরবর্তীতে চাপে পরে নিজেদের উইকেট বিলিয়ে আসি। বোলিংয়ে রশীদ খান দারুণ করছে। সেই সঙ্গে দলের সবাই নিজেদের ভূমিকা পালন করার চেষ্টা করছে।’