‘ভারত-বাংলাদেশ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ’

ভারত-বাংলাদেশ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। এ কারণে বাংলাদেশের উন্নয়নে ভারত সরকার নানাভাবে অবদান রাখার চেষ্টা করে বলে জানান ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নাটোর শহরের লালবাজার কালীবাড়ি মন্দিরে বিগ্রহ প্রতিস্থাপন অনুষ্ঠানে উদ্বোধনকালে এসব কথা বলেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জীব ভাট্টি।

ভারত সরকারের অর্থায়নে ২ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে নাটোর শহরের লালবাজার কালীবাড়ি মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়। নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে নবনির্মিত মন্দিরে জয়কালী, মহাকালী, দুর্গা ও মহালক্ষ্মীর অভিষেক ঘটান এবং পূজার্চনায় অংশ নেন সহকারী হাইকমিশনার।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, মন্দির কমিটির সভাপতি খগেন্দ্রনাথ সাহাসহ হিন্দু সম্প্রদায়ের নেতারা।