ভারতে টিকটকসহ ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ

aps

চীনের তৈরি জনপ্রিয় অ্যাপ টিকটক, ইউসি ব্রাউজার ও উইচ্যাটসহ ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। সোমবার ভারত সরকারের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে এসব অ্যাপের ওপর নিষেধাজ্ঞার কথা জানানো হয়। নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে এসব অ্যাপস নিষিদ্ধ করা হয়েছে বলে জানানো হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ জুন ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা মারা যান ও ৭০ জনেরও বেশি সেনা আহত হন। তার জেরেই চীনের অ্যাপ নিষিদ্ধকরণের এই সিদ্ধান্ত।

ভারতের তথ্য়প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, ভারতীয় গোয়েন্দারা জানিয়েছেন যে, অ্য়ান্ড্রয়েড ও আইওএস প্ল্য়াটফর্মে মোবাইল অ্য়াপকে অপব্য়বহার করে গ্রাহকদের গোপনীয়তা লংঘনের চেষ্টা করা হচ্ছে। সে কারণেই সবদিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হল।

দেশটির তথ্য়প্রযুক্তি মন্ত্রণালয় আরও জানিয়েছে, ওই অ্য়াপগুলো দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, দেশের সুরক্ষার জন্য় ক্ষতিকর। সে কারণেই ওই অ্য়াপগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। তথ্য়প্রযুক্তি আইনের ৬৯-এ ধারায় অ্য়াপগুলো নিষিদ্ধ করা হয়েছে।