বিমান ঘাঁটি সংলগ্ন গ্রামে ১৪৪ ধারা

ভারতে আসছে ৫টি যুদ্ধবিমান

দীর্ঘ ৭ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফ্রান্স থেকে পাঁচটি যুদ্ধবিমান রাফাল বুধবার (২৯ জুলাই) ভারতে পৌঁছাচ্ছে। এজন্য হরিয়ানার আম্বালায় বিমানবাহিনীর ঘাঁটিতে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। বিমান ঘাঁটি সংলগ্ন চারটি গ্রামে জারি করা হয়েছে ১৪৪ ধারা।

সেখানকার জেলা প্রশাসনের নির্দেশনায় রাফালের কোনো রকম ছবি তোলা, ভিডিও ধারণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিমান ঘাঁটির ৩ কিলোমিটার রেডিয়াসের মধ্যে ব্যক্তিগত ড্রোন না ওড়ানোরও নির্দেশ দিয়েছে প্রশাসন।

প্রায় ৪ বছর আগে ফ্রান্সের সঙ্গে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করে ভারত। সেই চুক্তিরই পাঁচটি রাফাল পৌঁছাচ্ছে আজ। ২০২১ সালের মধ্যে সবগুলো বিমানই ভারতে পৌঁছানোর কথা।