ভারতের মুম্বাইয়ে ৪৬ বছরে সর্বোচ্চ বৃষ্টি

গত ৪৬ বছরের মধ্যে সবোর্চ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ভারতের মুম্বাইয়ে। আরও কয়েকদিন ভারী বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে।

বুধবার (৫ আগস্ট) ঘণ্টায় ১০৭ কিলোমিটার গতিবেগে ঝড়ো বাতাস বয়ে যায় দক্ষিণ মুম্বাইয়ের উপর দিয়ে। একই সঙ্গে প্রবল বর্ষণে তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ পথঘাট। পানি ঢুকে পড়ে ঘর-বাড়িতেও। কোমর সমান পানিতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এ অবস্থায় ক্ষয়ক্ষতি এড়াতে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, যে সন্ধ্যা পর্যন্ত মুম্বাইয়ের কোলাবাতে ২২.৯ সেমি এবং সান্তাক্রুজে ৮.৮ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে।

দেশটির গণমাধ্যমের দেয়া তথ্য অনুযায়ী, প্রবল বেগে ঝোড়ো হাওয়ার কারণে মুম্বাইয়ের বেশকিছু জায়গায় রাস্তার ওপর গাছ উপড়ে পড়ে। দুর্ভোগ কমিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তবে এখনো পর্যন্ত মুম্বাইয়ের বিভিন্ন অঞ্চলে জল জমে থাকার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান পরিষেবা।