ভাঙারির দোকান থেকে মর্টার শেল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার নারায়ণপুর বাইপাস মো. আলমগীর মিয়ার ভাঙারির দোকান থেকে একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় মর্টার শেলটি উদ্ধার করা হয়। বর্তমানে মর্টার শেলটি আলমগীর মিয়ার দোকানে ড্রামভর্তি পানির নিচে রাখা হয়েছে।

দোকানের মালিক আলমগীর মিয়া জানায়, মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে তমা কোম্পানির শ্রমিকেরা পুরাতন রডসহ মর্টার শেলটি বিক্রি করে। বুধবার এটি দেখে সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ প্রশাসন ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মর্টার শেলটি নিরাপদে পানিতে ডুবিয়ে রাখে। ধারণা করা হচ্ছে, শেলটি বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধের সময় ফেলে রাখা হয়। তবে মর্টার শেলটি নিষ্ক্রিয় কি না তা আপাতত বলা যাচ্ছে না। বর্তমানে মর্টার শেলটি নিরাপদ স্থানে ড্রামভর্তি পানিতে রাখা হয়েছে।

আখাউড়া থানার ওসি তদন্ত মাসুদুল আলম জানায়, মর্টার শেলটি পুরাতন এবং পরিত্যক্ত। মর্টার শেল পরীক্ষার জন্য নিরাপত্তা বাহিনীর বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে, তারা এলেই জানা যাবে মর্টার শেলটি সক্রিয় কিনা।