ভর্তি ফি কমলো শাবিতে, আন্দোলন স্থগিত

সিলেট : সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভর্তি ফি কমানো হয়েছে।

শাবির একাডেমিক কাউন্সিলের বৈঠক শেষে বুধবার দুপুরে ভর্তি ফি কমানোর বিষয়টি জানিয়েছেন রেজিস্ট্রার ইসফাকুল হোসেন।

তিনি জানান, ভর্তি ফরমের মূল্যবৃদ্ধি বিরোধী শিক্ষার্থী মঞ্চের দাবির প্রেক্ষিতে মঙ্গলবার শাবি ভর্তি কমিটির সভায় প্রণীত সুপারিশ একাডেমিক কাউন্সিলে পাঠানো হয়। ওই সুপারিশের ওপর আজ একাডেমিক কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভর্তি ফরমের মূল্য কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, বি-২ ইউনিটের জন্য ভর্তি ফরমের ফি ১২০০ টাকা থেকে ৯০০ টাকা করা হয়েছে। এ ছাড়া এ ও বি-১ ইউনিটের জন্য ভর্তি ফরমের ফি ১০০০ টাকা থেকে ৮০০ টাকা করা হয়েছে।

যেসব শিক্ষার্থী ইতিমধ্যেই ভর্তি ফরম কিনে ফেলেছেন, তাদের টাকা ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছেন রেজিস্ট্রার ইসফাকুল হোসেন।

এদিকে ভর্তি ফরমের মূল্য কমানোর ফলে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন ‘ভর্তি ফরমের মূল্যবৃদ্ধি বিরোধী শিক্ষার্থী মঞ্চের মুখপাত্র সরোয়ার তুষার।