ভরা মৌসুমেও বরিশালের বাজারে নেই ইলিশ

ভরা মৌসুমেও বরিশালের বাজারে নেই ইলিশ

ভরা মৌসুমেও আশানুরূপ ইলিশের সরবরাহ নেই বরিশালের পাইকারি বাজারে। এতে বেড়েছে দামও। আবহাওয়া খারাপ থাকায় জে‌লেরা পর্যাপ্ত মাছ ধর‌তে পারছে না বলে দাবি ব্যবসায়ীদের।

বরিশালের ইলিশের পাইকারি বাজার পোর্ট রোড। ক্রেতা-বিক্রেতা সবই রয়েছে, কিন্তু নেই আশানুরূপ ইলিশ।

আষাঢ়, শ্রাবণ, ভাদ্র ও আশ্বিন এই চারমাসকে ভরা মৌসুম বলা হলেও বাজারে উঠেছে তুলনামূলক কম ইলিশ। এতে বেড়েছে দাম। ফলে বাজারে ইলিশ কিনতে গিয়ে বিপাকে পড়েছেন ক্রেতারা।

ব্যবসায়ীরা বলছেন, আবহাওয়া খারাপ থাকায় সাগরে মাছ ধরতে পারছেন না জেলেরা। তবে সরবরাহ বাড়লে দাম আবারো সাধ্যের মধ্যে আসবে বলে জানান তারা।

মঙ্গলবার ব‌রিশা‌লের পাইকা‌রি বাজা‌রে প্রকার ভেদে প্রতিমণ ইলিশ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪১ হাজার টাকায়। আর সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে মণ প্রতি তিন থে‌কে ৪ হাজার টাকা।