ব্ল্যাক হেডস দূর করার ঘরোয়া উপায়

সকলেই চাই নিজের ত্বকে লাবণ্যময় ও উজ্জল রাখতে। কিন্তু ব্ল্যাক হেডস ত্বকে সৌন্দর্য নষ্ট করে দেয়। ত্বকে জমে থাকা তেল ও ময়লা  বাতাসের সংস্পর্শে এসে অক্সিডাইজড হয়ে ব্ল্যাকহেডস এর রূপ নেয়। অনেকেই কেনা মাস্ক ব্যবহার করেও ভালো ফলাফল পাছেন না। সেক্ষেত্রে ব্ল্যাক হেডস দূর করতে ঘরোয়া কিছু উপাদান ব্যবহার করতে পারেন।

  • ব্ল্যাকহেডস আক্রান্ত স্থানে ডিমের সাদা অংশ লাগিয়ে টিস্যু পেপার ভাঁজ করে দিয়ে মুড়ে দেবেন। শুকিয়ে গেলে মাক্সের মতো করে তুলে ফেলবেন। দেখবেন টিস্যু পেপারে ব্ল্যাকহেডস জমা হয়ে আছে।
  • মাঝারি সাইজের একটা লেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে পেস্ট তৈরি করুন। ব্ল্যাকহেডস আক্রান্ত স্থানে ম্যাসাজ করুন চিনি গলে যাওয়া না পর্যন্ত। এর পর ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বার এটি ব্যবহার করুন। স্কিনের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে আর এক্সফলিয়েট করতে এর জুড়ি নেই।