ব্রাহ্মণবাড়িয়া ৪ এলাকা ‘রেড জোন’ চিহ্নিত, আবারও লকডাউন

জেলা প্রতিবেদকঃ করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার চার এলাকাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করে নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে।

গতকাল শনিবার রাত ১২টা থেকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব পাইকপাড়া, কালাইশ্রীপাড়া, ৫ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া ও ৮ নম্বর ওয়ার্ডের কাজীপাড়াকে ‘রেড জোন’ চিহ্নিত করে লকডাউন করা হয়েছে।

লকডাউনের কারণে ওই চার এলাকায় জরুরি সেবা ছাড়া প্রবেশ ও বের হওয়া বন্ধ রয়েছে। এ ছাড়া যান চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে। আগামী ২৭ জুন পর্যন্ত এ লকডাউন বলবৎ থাকবে।

করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গতকাল দুপুরে বৈঠকে বসে সদর উপজেলা করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত কমিটি। বৈঠকে ওই চার এলাকাকে ‘রেড জোন’ চিহ্নিত করে লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়। লকডাউনভুক্ত এলাকগুলোতে পুলিশ ও আনসার সদস্যরা রয়েছেন। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটও টহল দিচ্ছে।

এলাকাগুলোতে কারো কোনো স্বাস্থ্য জটিলতা দেখা দিলে বাড়ির ভেতরে যেতে হলেও তারা চিকিৎসাসেবা দেবে। এর পরও বেশিরভাগ মানুষ লকডাউন মানছে না।