ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫০

সংঘর্ষ

পূর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের ৫০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত থেকে বুধবার (০৮ জুলাই) বেলা ১১টা পর্যন্ত উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামে দফায় দফায় এ সংঘর্ষ হয়। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাটানিশার গ্রামের বজলু গোষ্ঠী ও ওলি গোষ্ঠীর লোকজনের মধ্যে বিরোধ রয়েছে। মঙ্গলবার রাতে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে উভয়পক্ষের লোকজন রাতেই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। বুধবার সকালে আবার উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আহত হন আরো ২০ জন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আহমেদ জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।