ব্যালন ডি’অর জয়ের ইচ্ছা রয়েছে নেইমারের

ক্রীড়া ডেস্ক: লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পর বর্তমান সময়ের সেরা ফুটবলার বিবেচনা করা হয় নেইমারকে। মেসি ও রোনালদোর মতো ব্যক্তিগত পারফরম্যান্সেরে সেরা স্বীকৃতি ব্যালন ডি’অর জয়ের ইচ্ছা রয়েছে নেইমারের। তবে ইচ্ছে থাকলেও এর জন্য কোনো তাড়া নেই বলে জানিয়েছেন ব্রাজিলিয়ান এ সেনসেশন।

সম্প্রতি ক্লাব ও জাতীয় দলের হয়ে দারুণ খেলছেন নেইমার। কয়েকদিন আগে তার নেতৃত্বে বিশ্বকাপ বাছাইপর্বে জিতে সবার আগে রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। দারুণ ফর্মে থাকা নেইমার ব্যালন ডি’অরের প্রত্যাশা ব্যক্ত করে স্পোর্টস এক্সপ্রেসকে বলেন, ‘আমি ব্যালন ডি’অর জিততে চাই। তবে এটার জন্য আমি খুব তাড়াহুড়া করছি না। ব্যালন ডি’অর জেতা আমার স্বপ্ন। দলকে খেলায় সাহায্য করাটা আমি বেশ উপভোগ করি। সমর্থকদের আনন্দ দিতে চাই আমি। এ জন্য আমি ব্যক্তিগত রেকর্ডও গড়তে চাই।’

বার্সেলোনার ম্যাচে মাঠে সতীর্থদের সহায়তার কথা স্বীকার করে নেইমার বলেন, ‘মাঠে মেসি এবং সুয়ারেজ আমাকে বন্ধুর মতো সহায়তা করে। পরিপূর্ণতার জন্য আমরা একে অপরকে সাহায্য করে থাকি। তারা আমার পছন্দের খেলোয়াড়। রিওতে ব্রাজিলের অলিম্পিকে সোনা জেতাটা আমার ক্যারিয়ারের সেরা জয়। আশা করছি ব্রাজিল ২০১৮ সালে রাশিয়াতে বিশ্বকাপ জিতবে।’