ব্যাপক জাল টাকাসহ নীলফামারী র‌্যাবের হাতে অাটক ১

মহিনুল ইসলাম সুজন,ক্রাইমরিপোর্টার নীলফামারীঃ–  নীলফামারীর র‌্যাব-১৩ ক্যাম্পের সদস্যরা সাড়ে ১২ লাখ টাকার জাল নোটসহ শওকত হোসেন (২৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে। রবিবার দুপুরের দিকে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার লাটেরহাট স্বপ্ন ডিজিটাল স্টুডিও ও কম্পিউটার সেন্টার থেকে তাকে আটক করে। আটক ব্যাক্তি ওই উপজেলার মোহনপুর ইউনিয়নের মীরটঙ্গী গ্রামের ওসমান গণির ছেলে।
র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্প কমান্ডার মেজর খুরশীদ আনোয়ার জানান, কম্পিউটারে ছাপানো ১২৫০টি এক হাজার টাকার জাল নোট ওই কম্পিউটার সেন্টারের একটি ব্যাগ থেকে উদ্ধার করা হয়। এ ছাড়া জব্দ করা হয় একটি সিপিইউ,একটি মনিটর, একটি কিবোড,একটি মাউস,দুইটি প্রিন্টার। এসময় দোকানের মালিক খাদেমুল ইসলাম তুহিন (৩৫) পালিয়ে গেলেও তার সহযোগী শওকত হোসেনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সোমবার মামলা দায়ের করে আটক শওকতকে পুলিশে সোপর্দ করা হয়েছে।