ব্যাটিং সহায়ক উইকেট চান কুক

চট্টগ্রাম : চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম কখনোই অদ্ভুত আচরণ করেনি। টেস্টের জন্য চট্টগ্রাম সব সময়ই ছিল ব্যাটিং সহায়ক।

কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে বাংলাদেশের স্পিনাররা পিচ থেকে একটুও সুবিধা নিতে পারেননি। সেই সুযোগ বড় টার্গেট তাড়া করেও জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড।

তাই প্রথম টেস্টে একটু ভিন্ন উইকেট দেখা যেতে পারে চট্টগ্রামে। বাংলাদেশের পক্ষ থেকে চাওয়া হয়েছে টার্নিং উইকেট। অন্যদিকে ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক চাচ্ছেন ব্যাটিং সহায়ক উইকেট।

সংবাদ সম্মেলনে পিচের বিষয়ে প্রশ্ন করা হলে কুক বলেন, ‘আমি আসলে ভালো উইকেট চাই। ব্যাটিং সহায়ক উইকেট চাই। সবশেষ ২০১০ সালে আমি এখানে খেলেছিলাম। তখন দারুণ ব্যাটিং সহায়ক উইকেট ছিল। আশা করছি এই সময়ের মধ্যে খুব একটা বদলায়নি উইকেটের আচরণ। তবে বাংলাদেশের স্কোয়াডে বেশ কয়েকজন স্পিনার আছে। সেটা দেখে আমরা অনুমান করতে পারছি শেষ দিকে টার্ন পাওয়া যাবে। উপমহাদেশের উইকেটে যেটা হয়ে থাকে আর কী। প্রথম কয়েকদিন ব্যাটিং স্বর্গ। কিন্তু চতুর্থ ও পঞ্চম দিনে দ্রুত উইকেট পড়তে শুরু করে।’