বৈরুত ভয়াবহ বিস্ফোরণঃ মৃত ২০০ ছাড়ালো

বৈরুত ভয়াবহ বিস্ফোরণ

লেবাননে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন বৈরুতের গভর্নর মাওয়ান আবুদ। বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলেও জানান তিনি। নিখোঁজদের মধ্যে বহু বিদেশি কর্মী রয়েছেন বলেও জানানো হয়।

বিস্ফোরণের পর সরকারের অব্যবস্থাপনা এবং গাফিলতির বিরুদ্ধে টানা তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে সহিংস বিক্ষোভ। রোববার রাতেও রণক্ষেত্রে পরিণত হয় বৈরুত। এতে আহত হন শতাধিক। এ পর্যন্ত আটক অন্তত ৩ হাজার।

এরইমধ্যে দেশটির তিন মন্ত্রী এবং পার্লান্টের নয় সদস্য পদত্যাগের পর মন্ত্রিসভার আরও এক সদস্য পদত্যাগ করতে যাচ্ছেন বলে জানা গেছে।

এর আগে, দেশটির অর্থনীতির পুনর্গঠনে প্রায় ৩০ কোটি মার্কিন ডলার অর্থ সহায়তার অঙ্গীকার করেন বিশ্বনেতারা। রোববার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নেতৃত্বে দাতাগোষ্ঠীদের এক ভার্চুয়াল সম্মেলনে এ অর্থ ও ত্রাণ সহায়তার অঙ্গীকার করা হয়। সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।