বৈরুতের বাংলাদেশ দূতাবাস ভবন ঘেরাও প্রবাসী বাংলাদেশিদের

আবারও লেবাননের রাজধানী বৈরুতের বাংলাদেশ দূতাবাস ভবন ঘেরাও করেন আন্দোলনরত প্রবাসী বাংলাদেশিরা। তাদের দাবি, বিনা খরচে দেশে আসতে চান। কাজকর্ম না থাকায় ৪শ ডলার পরিশোধ করে ফেরার মতো সামর্থ্য তাদের নেই। এ জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

এক প্রবাসী বাংলাদেশি বলেন, আপনাদের কাছে অনুরোধ আমাদের দেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। নয় তো, এদেশে আমাদের না খেয়ে মরতে হবে।

এমন বিক্ষোভকে অনাকাঙ্ক্ষিত আখ্যা দিয়ে শ্রম সচিব জানান, মন্ত্রণালয়ের নির্ধারিত নিয়মেই দেশে ফিরতে হবে প্রবাসীদের।

তবে প্রবাসীরা দূতাবাসের কথা মানতে নারাজ। যারা অবৈধ হয়ে পড়েছেন, তাদের অধিকাংশই অর্থ সংকটে ভুগছেন। রাজনৈতিক অচলাবস্থা ছাড়াও কাজের সংকট সেখানে তীব্র। তাই চাচ্ছেন বিনা খরচে আসতে। এ অবস্থায় নাম নিবন্ধন না করে, আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।