বেসরকারি শিক্ষকদের বেতনের চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতাদির সরকারি অংশের ১২টি চেক ব্যাংকে পাঠানো হয়েছে।

অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে চেক হস্তান্তর করা হয়েছে।

আগামী ১০ অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে শিক্ষক- কর্মচারীরা তাদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতাদির সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

সোমবার সরকারের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।